ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
মানিকগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৩০ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৪ জুন) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আট জনের কাছ থেকে বিভিন্ন পরিমাণ গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।

 

এরা হলেন-হরিরামপুর উপজেলার বয়রা গ্রামের টেনা পাটনীর ছেলে সুনিল পাটনী, সিংগাইরের পান্নু ডাক্তারের ছেলে শুকুর আলী, মধ্যচারিগ্রামের মোকলেছ মিয়ার ছেলে লেবু মিয়া, সাটুরিয়ার পশ্চিম চরতিল্লী গ্রামের মজিবর রহমানের ছেলে শাওন হোসেন সায়েম, দক্ষিণ আয়নাপুর গ্রামের জিন্নত দেওয়ানের ছেলে আতিকুল, সদর উপজেলা পাঞ্জনখাড়া গ্রামের সোহরাব মিয়ার ছেলে মো. মান্নান, দৌলতপুর উপজেলার সুবর্দী পাথুরিয়া গ্রামের আমজাদ সরদারের ছেলে মো. আলম ও পাবনার চরহাটা আড়ালিয়া গ্রামের আ. সোবাহানের ছেলে সোহেল রানা।  

এছাড়াও গ্রেফতারি পরোয়ানা মূলে জিআর পরোয়ানায় ১০ জন, সিআর পরোয়ানায় ৯ জন এবং সাজা পরোয়ানায় ০৩ জনকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান বাংলানিউজকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।