ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
চুনারুঘাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে সুজন মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। সুজন উপজেলার আলীনগর গ্রামের শফিক মিয়ার ছেলে এবং গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসির ছাত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের জমিতে মাছ ধরছিল সুজন। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্ডীছড়া চা বাগানের বেলাবিল কানা লাল মুন্ডার গোয়াল ঘরে বজ্রপাত হলে একটি মহিষ ও একটি গরু মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল বাংলানিউজকে জানান, নিহতের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুন ১৪, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।