ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বদলগাছীতে ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
বদলগাছীতে ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার আবহাওয়া কার্যালয়ের সামনে ট্রাক্টরের ধাক্কায় রেজাউল হক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ১৩ জুন ) রাতে বদলগাছী-পত্নীতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল পত্নীতলা উপজেলার বড় আখিরা গ্রামের ফজলুল হকের ছেলে।

তিনি দীর্ঘদিন যাবত ক্যাবল টিভি (ডিস)  অপারেটর কর্মী হিসেবে বদলগাছীতে কাজ করছিলেন।  

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বদলগাছী থেকে মোটরসাইকেল চালিয়ে রেজাউল বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।