ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
কাপ্তাইয়ে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং কর্ণফুলী নদীতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে এ পৃথক ঘটনা দু’টি ঘটে।  

পুলিশ জানায়, বিকেলে কাপ্তাইয়ে শিলছড়িস্থ বাংলাদেশ টিম্বার অ্যান্ড ফ্লাইউডের মহা-ব্যবস্থাপকের আত্মীয় আরিফ খান চট্টগ্রাম থেকে তার পরিবার নিয়ে কাপ্তাইয়ে বেড়াতে আসেন।

পরে ছেলে আরেফিন অনু এবং আত্মীয় হামেদ হাসান কর্ণফুলী নদীতে সাঁতার কাটতে নেমে ডুবে যান। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানের এক পর্যায়ে অনুর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো হামেদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

অপরদিকে, বিকেলে উপজেলার চিৎমরমের ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল হোসেন কালু (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. নূর বাংলানিউজকে জানান, এ দুইটি ঘটনায় থানায় ইউডি মামলা করা হবে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।