ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) জেলার আশুগঞ্জ ও নবীনগরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামে ঘরের মটরপাম্পের কাজ করতে গিয়ে রেহান উদ্দিন (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি বড়তল্লা গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে।

অপরদিকে, সকালে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে ঘরের ময়লা পরিষ্কার করার সময় শাহানা বেগম (৫০)  বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহানা বেগম ওই গ্রামের মোনায়েম মিয়ার স্ত্রী।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ