ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তাজিকিস্তান-উজবেকিস্তান সফরে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
তাজিকিস্তান-উজবেকিস্তান সফরে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফাইল ফটো

ঢাকা: তাজিকিস্তান ও উজবেকিস্তানে রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

তাজিকিস্তানে ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স অ্যান্ড বিল্ডিং মিজারস ইন এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন মো. আবদুল হামিদ।

তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এমইউএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।