![]() টাঙ্গাইলে এসপি সঞ্জিত কুমার রায় |
টাঙ্গাইল: মাত্র ১০৩ টাকায় মিলবে পুলিশ কনস্টেবলের চাকরি। এ টাকার মধ্যে ৩ টাকা ফরমের মূল্য আর ১০০ টাকা সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংক ড্রাফট করতে হবে। যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে টাঙ্গাইলে পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তিনি নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।
আগামী ১ জুলাই টাঙ্গাইল জেলায় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে।
পুলিশ সুপার সঞ্জিত কুমার বাংলানিউজকে জানান, সাধারণ কোটায় ৪৯ জন পুরুষ ও ৯ নারী এবং মুক্তিযোদ্ধা কোটায় আরও ৭৮ জন নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এসএইচ