bangla news

অবিলম্বে খুলনাঞ্চলের সম্পাদক মিলটনের মুক্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৩ ২:৪০:৩৯ পিএম
মানববন্ধন, ছবি: বাংলানিউজ

মানববন্ধন, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোতাহার রহমান বাবু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, সাংবাদিক নেতা হাসান আহমেদ মোল্লা, আবু হেনা মোস্তফা জামাল পপলু, এইচ এস আলাউদ্দিন, হাসান হিমালয়, আব্দুর রাজ্জাক রানা, শেখ মাহমুদ হাসান সোহেল, নূর হাসান জনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খুলনা জেলা শাখার সভাপতি বাপ্পী খান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রিপন প্রমুখ।

উপস্থিত ছিলেন দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব, সাংবাদিক মোহাম্মাদ নূরুজ্জামান, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রকিবুল ইসলাম মতি, দৈনিক খুলনাঞ্চলের নির্বাহী সম্পাদক রাজিউল হাসান রাজু প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে।

মানববন্ধনে বক্তারা মিলটনকে সোমবার (১০ জুন) মহানগরীর একটি অভিযাত হোটেল থেকে মামলা হওয়ার আগে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা যে পন্থায় তুলে নিয়ে গেছেন সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তারা অবিলম্বে সাংবাদিক মিলটনের মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন।

বাংলাদেশসময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এমআরএম/ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন :   সাংবাদিক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-13 14:40:39