ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপা‌সিয়ায় অ্যান্টেনা লাগাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
কাপা‌সিয়ায় অ্যান্টেনা লাগাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

গাজীপুর: গাজীপু‌রের কাপা‌সিয়া উপজেলায় ক্রিকেট বিশ্বকাপ দেখার জন্য কাঁচা বাঁশে টে‌লি‌ভিশনের অ্যান্টেনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

তারা হ‌লেন- উপজেলার তালডাইয়া এলাকার বা‌সিন্দা এমারত হোসেন (৪২) ও তার ছেলে সে‌লিম (২২)।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে বুধবার (১২ জুন) বিকেলে তালডাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।  

উপজেলা বায়েদ ইউনিয়ন প‌রিষদের ৭নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, চলমান ক্রিকেট বিশ্বকাপ দেখার জন্য বাড়িতে কাঁচা বাঁশে টে‌লি‌ভিশনের অ্যান্টেনার লাগাচ্ছিলেন এমারত হোসেন ও তার ছেলে। একপর্যায়ে বাঁশ‌টি পাশে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে বাবা ও ছেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে এমারত কৃ‌ষি কাজ ও কাঠের ব্যবসা করতেন এবং সে‌লিম এক‌টি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলেও জানান আব্দুল মান্নান।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ