ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাংনীতে বিস্ফোরণের পর আরও ২ বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
গাংনীতে বিস্ফোরণের পর আরও ২ বোমা উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় চত্বর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ওই বিদ্যালয়ের বারান্দা থেকে আরও দু’টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৮টার দিকে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বোমা দু’টি উদ্ধার করে।

গাংনীর হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাকিল বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দু’টি তাজা হাতবোমা উদ্ধার করে ক্যাম্পে আনা হয়েছে।

এছাড়া বুধবার (১২ জুন) মধ্যরাতে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিস্ফোরিত একটি বোমার আলামত উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে সন্ত্রাসী চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টির করতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, বুধবার মধ্যরাতে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরণ হয়। এসময় বিদ্যালয়ের আশে-পাশে বসবাসকারী মানুষ ঘুম থেকে জেগে উঠেন। পরে সকালে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে সকাল ৮টার দিকে বোমা দু’টি উদ্ধার করে স্থানীয় পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।