ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেন্দুয়ায় সড়ক থেকে অচেতন অবস্থায় এক কিশোরী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
কেন্দুয়ায় সড়ক থেকে অচেতন অবস্থায় এক কিশোরী উদ্ধার

নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জামতলা এলাকার সড়ক থেকে অচেতন অবস্থায় ঋতু নামে এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ জুন) দিনগত রাত পৌনে ১২টায় জামতলা এলাকার গোগবাজারের সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। ঋতু উপজেলার দুল্লি গ্রামের শহীদ মিয়ার মেয়ে।

মাহবুব ও ফেরদৌস নামে দুই ভ্যানচালক সড়ক থেকে ঋতুকে অচেতন অবস্থায় তুলে এনে হাসপাতালে ভর্তি করে রেখে যান।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

ভ্যানচালকদের বরাত দিয়ে তিনি বলেন, ওই কিশোরীর যখন কিছুটা জ্ঞান ফিরে আসে জিজ্ঞাসাবাদ করলে তার নাম-পরিচয় সম্পর্কে জানিয়েছেন। বিষয়টি কেন্দুয়া থানা কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে। পরে উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হাসপাতালে এসে প্রয়োজনীয় তথ্য নিয়ে যান।  

ঋতু স্বাভাবিক অবস্থায় ফিরে এলে বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছেন চিকিৎসক মাহমুদুর রহমান।

এদিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, এমন একটি ঘটনার কথা তিনি শুনেছেন। যতদূর জানা গেছে থানা থেকে পুলিশ হাসপাতালে গেছে।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।