ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাহুবলে মোবাইল বিস্ফোরণে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
বাহুবলে মোবাইল বিস্ফোরণে কিশোরের মৃত্যু সাজু। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোবাইল ফোন বিস্ফোরণে সাজু মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার পুটিজুরী ইউনিয়নের চকেরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাজু ওই গ্রামের জালাল মিয়ার ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বাংলানিউজকে বলেন, সাজু তার ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জে লাগিয়ে হেড ফোন দিয়ে গান শুনতে লাগে। এক পর্যায়ে ফোনটি বিস্ফোরণ হলে তার বুকে ক্ষত হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, মোবাইলটি কোন কোম্পানির তা এখনও জানা যায়নি। তবে ফোনটির আনুমানিক দাম দেড় হাজার টাকা হবে।
 
বিকেলে ময়নাতদন্ত ছাড়াই সাজুর মরদেহ দাফন করা হয়েছে বলেও জানান ওসি মাসুক।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।