ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় পানিতে ডুবে জিসান মোল্যা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুন) বিকেলে উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপারলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু জিসান ওই এলাকার মনির মোল্যার ছেলে।

পারিবারের সূত্রে জানা যায়, জিসান বিকেল ৩টার দিকে একটি বল নিয়ে দুই বন্ধুর সঙ্গে বাড়ির পাশে খোলা জায়গায় খেলতে যায় জিসান। পাশেই একটি খালে বলটি পড়ে গেলে সে এটি তুলতে পানিতে নেমে তলিয়ে যায়। শিশুটি বন্ধুরা তার বাড়িতে গিয়ে জানায় জিসান পানিতে পড়ে গেছে। এসময় বাড়ির লোকজন দ্রুত খালের পানিতে নেমে খোঁজে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) হারুণ-অর-রশীদ বাংলানিউজকে বলেন, পানিতে ডুবে একটি শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।