ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে ভেজালবিরোধী অভিযান, মাংসের দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জুন ১২, ২০১৯
রূপগঞ্জে ভেজালবিরোধী অভিযান, মাংসের দোকানিকে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভেজালবিরোধী অভিযান চালিয়ে একটি মাংসের দোকানিকে জরিমানা ও দেড় মণ গরুর মাংস নষ্ট করা হয়েছে।

বুধবার (১২ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার ভুলতা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে পঁচা-বাসি মাংস রাখার অপরাধে ভুলতা তাঁতবাজারের সানী অ্যান্ড রাফি ট্রেডার্সের মালিক শাহজাহানকে ভোক্তা অধিকার সংরক্ষিত আইনের ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি প্রায় দেড় মণ পঁচা-বাসি গরুর মাংস নষ্ট করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটের বস্তা ব্যবহার করার জন্য চাল ব্যবসায়ীদের সাদুবাধ জানান এবং খাদ্যে ভেজালকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চরণ করেন।

অভিযানে নারায়ণগঞ্জ উত্তর পাট অধিদফতরের মূখ্য পরিদর্শক তারিকুল ইসলাম, ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুন ১২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।