bangla news

প্রতি উপজেলা থেকে ১০০০ জনশক্তি বিদেশ পাঠানো হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১২ ৫:৩৩:১০ পিএম
সেমিনার

সেমিনার

নাটোর: সরকার আগামী পাঁচ বছরে এক কোটি ২৮ লাখ জনশক্তি বিদেশে পাঠাবে। এজন্য প্রতি উপজেলা থেকে এক হাজার দক্ষ শ্রমিক নেওয়া হবে। সেজন্য দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক পাঠাতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতায়’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মাদ শাহরিয়াজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের উপ-সচিব আবেদ আলী।

সেমিনারে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ৫২ জন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ১২ ২০১৯
জিপি

ক্লিক করুন, আরো পড়ুন :   নাটোর জনশক্তি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-12 17:33:10