ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনারগাঁওয়ে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ১২, ২০১৯
সোনারগাঁওয়ে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক পুলিশের হাতে আটক অজ্ঞান পার্টির দুই সদস্য, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- আড়াহাজারের মনোহরদীর সাইজউদ্দিনের ছেলে ফারুক (৩২) ও নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর এলাকার মানিক মিয়ার ছেলে শামসুর রহমান (২৫)।  

বুধবার (১২ জুন) উপজেলার মোগড়াপাড়া চোরাস্তার রহমান ম্যানশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, আটকরা প্রাথমিকভাবে স্বীকার করেছে প্রথমে তারা কোথায়ও যাওয়ার কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নেয়। পরে মিষ্টি মিষ্টি কথার ফাঁকে সুকৌশলে ড্রাইভারকে ঘুমের ওষুধ মিশ্রিত পানি-কলা-বিস্কুট খাওয়ায়। এরপর ড্রাইভার অচেতন হয়ে পড়লে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।