bangla news

লক্ষ্মীপুরে ১০ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১২ ৩:০০:৪২ পিএম
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষকরা, ছবি: বাংলানিউজ

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষকরা, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেল বিষয়ে সরকারি আদেশ কার্যকর করাসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছে জাতীয়করণ প্রাথমিক শিক্ষক মহাজোট।

বুধবার (১২ জুন) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৫০ শতাংশ বেসরকারি চাকুরি গণনা করে পদোন্নতির তালিকা তৈরি করতে হবে। প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের ভিত্তিতে উন্নীত স্কেল বাস্তবায়ন করতে হবে। পিআরএল যাওয়া জাতীয়করণ শিক্ষকদের আর্থিক সমস্যা সমাধানসহ ১০টি দাবি করা হয়।

এসময় শিক্ষক মহাজোটের জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবদুস ছোবহান, যুগ্ম-আহ্বায়ক মো. সফিক উল্লাহ, সদস্য শরিফ হোসেন বাচ্চু, আবু বকর ছিদ্দিক, সিদ্দিক উল্লাহ ও হুমায়ুন কবির পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুন ১২, ২০১৯
এসআর/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-06-12 15:00:42