ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকসেবীকে শাসানোয় হোটেল মালিককে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুন ১২, ২০১৯
মাদকসেবীকে শাসানোয় হোটেল মালিককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরে মাদক ছাড়তে শাসন করায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে শাহজালাল (৩৬) নামে এক হোটেল মালিককে হত্যা করেছে মাদকসেবী কবির (২২)।

বুধবার (১২ জুন) সকালে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। শাহজালাল বৌবাজার এলাকার উকিল উদ্দিন মোল্লার ছেলে।

কবির একই এলাকার আনসার আলীর ছেলে।  

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশফাকুজ্জামান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় মাদকসেবী কবিরকে শাসন করেন শাহজালাল। এ নিয়ে দু’জনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার সকালে শাহজালালের বুকে ছুরি দিয়ে আঘাত করেন ওই মাদকসেবী।  

গুরুতর আহতাবস্থায় শাহজালালকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত কবির পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

শাহজালালের স্বজনরা জানিয়েছেন, এ হত্যাকাণ্ডে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad