ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

নিখোঁজের পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, জুন ১২, ২০১৯
নিখোঁজের পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের একটি পুকুর থেকে রায়হান নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) গভীর রাতে শহরের মেড্ডা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু রায়হান ওই এলাকার রানা মিয়ার ছেলে।

 

বুধবার (১২ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুজ্জামান বাংলানিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে শিশু রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেওয়ার পর মাইকিংও করা হয়। তারপরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত ৩টার দিকে শহরের মেড্ডা এলাকার একটি পুকুরে মরদেহ ভেসে ওঠতে দেখে স্থানীয়দের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।