ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নকল সিল উদ্ধার, দলিল লেখককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুন ১২, ২০১৯
নকল সিল উদ্ধার, দলিল লেখককে জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. মিজানুর রহমান মোল্লার সেরেস্তা থেকে ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারের নকল সিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেনের ভ্রাম্যমাণ আদালত নকল সিল উদ্ধার ও জরিমানা করেন।

উপজেলা ভূমি অফিসের নাজির মো. রায়হান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরে উপজেলার ভেণ্ডারপট্টি এলাকার দলিল লেখক মিজানুরের সেরেস্তায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে উপজেলার কুলকাঠি ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. আলতাফ হোসেনের একটি নকল সিল পাওয়া যায়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দলিল লেখককে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারের নকল সিল পাওয়ার ঘটনায় দলিল লেখক মিজানুরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত হবেন না বলে মুচলেকা দিয়েছেন তিনি। পাশাপাশি অন্য দলিল লেখকদের সতর্ক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, জুন ১২, ২০১৯
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।