ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিঠামইনে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১৯
মিঠামইনে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত আব্দুল মজিদ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) রাতে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে সোমবার (১০ জুন) দিনগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মজিদ উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (৮ জুন) সকালে ফুটবল খেলা নিয়ে উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর গ্রামে সরকার বাড়ির সুরুজ মিয়ার লোকজনের সঙ্গে মীর বাড়ির হাসান মীরের লোকজনের সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের (ফলা) আঘাতে ঘটনাস্থলেই দীন ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়।  

এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে ভর্তি হয়।  

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জুন ১১, ২০১৯
আরবি/                                                                                                                                    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad