ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, জুন ১২, ২০১৯
গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোণা: নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়া গরু বাঁচাতে গিয়ে সজীব সরকার (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গরুটিও মারা যায়।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার বাখরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সজীব ওই গ্রামের সুশীল সরকারের ছেলে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রামের পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে গরু আটকে যায়। গরুর লাফানো দেখে না বুঝেই গরুকে রক্ষা করতে ধরে ফেলে সজিব। এসময় গরুসহ ঘটনাস্থলে মারা যায় সে।

এদিকে জেলার কেন্দুয়া উপজেলায় সোমবার (১০ জুন) বিকেলে গোয়াল ঘরে বৈদ্যুতিক পাখা (ফ্যান) লাগাতে গিয়ে রুবেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। উপজেলার রায়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুবেল একই গ্রামের মল্লিক মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বাংলানিউজকে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুন ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।