bangla news

সিদ্ধিরগঞ্জে ১৫২ বোতল বিয়ারসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১১ ৯:৩৬:৪৭ পিএম
প্রতীকী

প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৫২ বোতল বিয়ারসহ রনি হোসেন (২৩) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোদনাইল ধনকুন্ডা এলাকার দেলোয়ার হোসেন বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে মাদক বিক্রেতা রনি হোসেনকে আটক করে পুলিশ। এসময় ওই বাসা তল্লাশি করে ১৫২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক রনিসহ ৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, আটক রনিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামি শাকিল ও মুরাদকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ১১, ২০১৯
ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন :   মাদক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-11 21:36:47