ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জুন ১২, ২০১৯
সাভারে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক  আটক ব্যক্তি। ছবি : বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের বিরুলিয়ায় স্বামীর কুড়ালের আঘাতে নাজমা বেগম (৩৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী সুরুজ্জামান বকুলকে (৪৮) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ জুন) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের আকরাইন বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নাজমা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার থানা এলাকার পুটিজানা গ্রামের মেয়ে।

তিনি পেশায় একজন পোশাক শ্রমিক বলে জানা গেছে।  

এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুরুজ্জামান বকুল ওই এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করতেন বলে জানান স্থানীয়রা।

পুলিশ জানায়, গ্রামের বাড়িতে নাজমার নামে সাড়ে পাঁচ কাঠা জায়গা আছে। সেই জায়গাটুকু তিনি নিজেদের তিন মেয়ের নামে লিখে দিতে চান। এ নিয়ে স্বামীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার বিকেলে এ বিষয় নিয়ে সুরুজ্জামানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সুরুজ্জামান ধারালো কুড়াল দিয়ে নাজমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই নাজমার মৃত্যু হয়।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাংলানিউজকে বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া স্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।