ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং বুধবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জুন ১১, ২০১৯
রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিকদের সঙ্গে ব্রিফিং বুধবার রোহিঙ্গা শরণার্থী/ছবি: সংগৃহীত

ঢাকা: রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে বুধবার (১২ জুন) বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

মঙ্গলবার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বুধবার সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তাদের কাছে সহায়তা চাওয়া হবে।

রোহিঙ্গা সঙ্কট শুরুর পর থেকে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের কাছে পরিস্থিতি তুলে ধরা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ১১, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।