ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে আ’লীগের ২৩ নেতাকর্মী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ১১, ২০১৯
মাদারীপুরে আ’লীগের ২৩ নেতাকর্মী বহিষ্কার

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় জেলা ও উপজেলা পর্যায়ের ২৩ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে শহরের পুরান বাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন দলটির জেলা সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্যা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়েও আওয়ামী লীগ নামধারী একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রস্তাবক ও সমর্থক হিসেবে তার মনোনয়নপত্রে স্বাক্ষর দিয়েছেন দলের দুই নেতা।

 

এটা দলীয় গঠনতন্ত্র বিরোধী এবং শৃঙ্খলা ভঙ্গের সামিল। এছাড়াও জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের বেশ কিছু সদস্য সংশ্লিষ্ট স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।  

দলীয় শৃঙ্খলা ভঙের অপরাধ হওয়ায় সদর উপজেলার আওয়ামী লীগ কার্যনির্বাহী পরিষদ গত ২৫ মে বর্ধিত সভার সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হওয়ায় ৪ জুনের পত্রের পরিপ্রেক্ষিতে ১০ জুন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার ছয় নেতাকে বহিষ্কার ও শোকজ করার সিদ্ধান্ত হয়েছে।  

তারা হলো জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাশার, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুল হাসান নিটুল, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব খান, নির্বাহী সদস্য চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী, সদস্য ও রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব মিয়া।  

সদর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কার হওয়া নেতারা হলেন- সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম (সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), আবদুল কুদ্দুস মল্লিক (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), মজিবর রহমান খান (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), সোহরাব খান (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), সিরাজুল ইসলাম আবুল (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), ফারুক খান (সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), আবদুর রশিদ গৌড়া(সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগ), সৈয়দ মমসাদউজ্জামান (সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ), নজরুল ইসলাম মুন্সি (সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ), আলী ইসলাম তালুকদার (সাংস্কৃতিক সম্পাদক, সদর উপজেলা আওয়ামী লীগ), রেজাউল আলম বাচ্চু খান (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), মোহাম্মাদ আলী মুন্সী (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), মনি হোসেন হাওলাদার (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), দেলোয়ার খান (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), জাহাঙ্গীর জমাদ্দার (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), মাহবুব হাওলাদার (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ), মজিবর রহমান (সদস্য, সদর উপজেলা আওয়ামী লীগ)।

এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দল থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল কৃঞ্চ দে, বর্তমান উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ১১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।