ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বোনের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুন ১১, ২০১৯
বোনের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নরসিংদী: নরসিংদীর পলাশে বোনের বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে বৃষ্টি আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঢালুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। বৃষ্টি পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

সে ঘোড়াশাল পৌরসভার দড়িহাওলাপাড়া গ্রামের খায়রুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার জানায়, সোমবার (১০ জুন) দুপুরে ঢালুয়ারচর গ্রামে বড়বোন তানিয়া আক্তারের বাড়িতে বেড়াতে যায় বৃষ্টি। মঙ্গলবার সকালে ওই বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করলে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।