ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে ডাকাত নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুন ১১, ২০১৯
আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে ডাকাত নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় দুই ডাকাত গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছেন।

সোমবার (১১ জুন) দিনগত রাত আড়াইটায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের আশুলিয়ার বেড়িবাঁধের মরাগাঙ্গ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত দেড়টায় আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় ডাকাতের দুই দলের মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ডাকাতকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বাংলানিউজকে বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে নিহতের নাম-পরিচয়ও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, জুন ১১, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।