ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত ভাড়া আদায়, পাটুরিয়ায় ১৩ পরিবহনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, জুন ১১, ২০১৯
অতিরিক্ত ভাড়া আদায়, পাটুরিয়ায় ১৩ পরিবহনকে জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১৩টি যাত্রীবাহী পরিবহনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ জুন) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বাংলানিউজকে জানান, পাটুরিয়া ঘাট, চৌরাস্তা ও টার্মিনাল এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির দায়ে যাত্রীসেবা, শুভযাত্রা, নীলাচল, ধামরাই-গুলিস্তান, নিরাপদ ও শান্তি নামে ১৩টি পরিবহনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এখন থেকে যাত্রী হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad