ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে পাচার হওয়া ছয় তরুণীকে বেনাপোলে হস্তান্তর

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, জুন ১১, ২০১৯
ভারতে পাচার হওয়া ছয় তরুণীকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি তরুণীকে ট্রাভেল পারমিটে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

সোমবার (১০ জুন) সন্ধ্যা ৬টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- যশোরের কল্পনা গাজী (২৫),সাথি সরদার (২১), রহিমা খাতুন (১৯), বাগেরহাটের নিসাত আক্তার বৃষ্টি (২০), গাইবান্ধার মুরসিদা বেগম (২৩) ও সাতক্ষীরার রাবিয়া খান (২১)।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা এবিএম মুহিত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিন বলেন, সংসারে অভাব-অনটনের কারণে তিন বছর আগে এসব তরুণীরা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে মুম্বাইয়ের ‘নবজীবন’ নামে একটি শেল্টার হোমে তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে  দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে ট্রাভেল পারমিট আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে বলেন, কাগজ-পত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানায় আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলেও জানান ইমিগ্রেশন পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।