ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কানসার্টে কেমিক্যাল মিশ্রিত ২ মণ আম ধ্বংস, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জুন ১১, ২০১৯
কানসার্টে কেমিক্যাল মিশ্রিত ২ মণ আম ধ্বংস, জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট বাজারে একটি আড়ৎ থেকে কেমিক্যাল মিশ্রিত ২ মণ আম জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ঘটনার আড়ৎদার মেহেরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন জানান, কেমিক্যাল ও স্প্রে করে আম পাকানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কানসার্ট বাজারের একটি আড়তে অভিযান চালানো হয়।

এসময় স্থানীয় ব্যবসায়ী মেহেরুলের আড়ৎ থেকে ২ মণ আম জব্দ করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আড়তে থাকা একটি স্প্রে মেশিন ও ২ মণ আম জব্দ করে পরে তা ধ্বংস করা হয়।

আদালত পরিচালনাকালে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আমিনুজ্জামান রতনসহ শিবগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলো।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad