ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কটিয়াদীতে দাহ্য পদার্থে দগ্ধ রাজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৯
কটিয়াদীতে দাহ্য পদার্থে দগ্ধ রাজনের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তরল দাহ্য পদার্থে দগ্ধ আব্দুর রহিম রাজন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।

নিহত আব্দুর রহিম রাজন কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকার প্রবাসী মোস্তফা মিয়ার ছেলে।

নিহত রাজনের বড় মামা মানিক মিয়া বাংলানিউজকে বিষয়টি জানান।  

এরআগে, গত ১৯ মে রাতে কটিয়াদী থানা থেকে ৫০ গজ দূরে সাব রেজিস্ট্রি অফিসের পেছনের গলিতে রাজনের গায়ে তরল দাহ্য পদার্থ ঢেলে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ২২দিন ধরে চিকিৎসাধীন থাকার পর দুপুরে তিনি মারা যান।  

এ ঘটনায় রাজনের মামা মামুনুর রশিদ নয়ন বাদী হয়ে তিনজনকে চিহ্নিত করে আরও বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা করেন।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।