ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে ৩৬৪ হজযাত্রীকে প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জুন ১১, ২০১৯
হবিগঞ্জে ৩৬৪ হজযাত্রীকে প্রশিক্ষণ

হবিগঞ্জ: হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৬৫ হজযাত্রী নারী-পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

সোমবার (১০ জুন) হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালাটির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির।


 
হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল প্রমুখ।
 
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, হজে গিয়ে কেনাকাটা বা অন্য কোনো কাজে গেলে ইবাদতের সময় অপচয় হয়। তাই মূল উদ্দেশ্যকে সামনে রেখেই পবিত্র হজ পালন করা উচিত। এ সরকার ইমিগ্রেশনে হজযাত্রীদের হয়রানি রোধ করেছে। এছাড়াও বিভিন্ন সুবিধা পেতে সরকারিভাবে হজে যাওয়ার জন্য উপস্থিত মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি।
 
হজে যাওয়ার আগে ডাক্তারি পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এ কর্মশালায়।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad