ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের ধীরগতি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, জুন ১০, ২০১৯
ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের ধীরগতি

সাভার (ঢাকা): ঈদ শেষে ঢাকায় ফেরা গাড়ির বাড়তি চাপে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঢাকায় ফেরা হাজারো মানুষ।

সোমবার (১০ জুন) বিকেলে মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ড থেকে নবীনগর পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়।

ঢাকা ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ মানুষ এ পথ দিয়ে যাতায়াত করে।

পাটুরিয়া থেকে ধামরাই পর্যন্ত যানজট না থাকলেও ধামরাই থানা স্ট্যান্ডে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে তাদের।

যানজটের ব্যাপারে পরিবহনের শ্রমিকেরা জানান, ঈদে গাড়ির চাপ বেশি আর ঢাকার বাইরে চলে যাওয়া সব গাড়ি একই সড়ক দিয়ে ঢাকায় প্রবেশ করছে তাই কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।

সাভার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবুল হোসেন বাংলানিউজকে বলেন, ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ফিরে আসছে হাজারো মানুষ। আর ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে প্রায় অনেক যাত্রীই নেমে যায়। তাই একটু যানজটের সৃষ্টি হচ্ছে। তবে আমারা যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি যানচলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।