ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে আক্তার (১৪) ও শাম্মি আক্তার (১২) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় বড়লেখা উপজেলার উত্তর পকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া বড়লেখা উপজেলার হলদিরপার গ্রামের আব্দুল আহাদের মেয়ে এবং শাম্মি বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের ময়না মিয়ার মেয়ে।

ওই দুই কিশোরী সম্পর্কে খালাতো বোন।

স্থানীয়রা জানান, পরিবারের সঙ্গে লামিয়া ও শাম্মি বড়লেখার উত্তর পকুয়া গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে আসে। দুই বোন সাঁতার না জানায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়লেখার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোশাররফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।