ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুন ১০, ২০১৯
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ বাজারের কাছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জায়রগঞ্জ বাজারের কাছে নদীতে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বাংলানিউজকে বলেন, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জে অবৈধভাবে নদীতে ড্রেজিং করার অপরাধে ড্রেজার মেশিন আগুন জ্বালিয়ে দেওয়া ও প্রায় ৫০০ ফিট পাইপ ধ্বংস করা হয়েছে।

নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।