ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ১০, ২০১৯
আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত শিশু ইয়াসিন আলী

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন আলী নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১০ জুন) দুপুরে আড়াইটার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের আতিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ দিতে কাজ করছিল পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। শ্রমিকদের কাজ করার দৃশ্য দেখতে ভিড় জমায় গ্রামের শিশুরা। এসময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার নিয়ে খেলছিল শিশুরা। হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সংযোগ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিশুসহ ছয়জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ইয়াসিন আলী নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন। আহতদের পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিদ্যুতের তিন কর্মীকে আটক করে রাখেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এক শিশু নিহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক তিন বিদ্যুৎ কর্মীকে উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।