ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ১০, ২০১৯
কিশোরগঞ্জে ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড দণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ভাবি তাসলিমা আক্তারকে খুনের দায়ে দেবর আজহারুল ইসলাম (৪০) ওরফে মিলনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

সোমবার (১০ জুন) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম ওরফে মিলন পাকুন্দিয়া উপজেলার মধ্যপাড়া (পর্দানীপাড়া) গ্রামের মৃত ছায়ামুদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ জুন সকালে পারিবারিক বিরোধের জের ধরে আসামি আজহারুল ইসলাম তার বড় ভাই বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মিলন দা’সহ পাকুন্দিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।  

এ ঘটনায় নিহত তাসলিমার ভাই সাহাবুদ্দিন বাদী হয়ে ওই দিন আজহারুল ইসলামকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত সোমবার সকালে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান।  আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।  

বাংলাদেশ সময় : ১৩৪৮ ঘণ্টা, ১০ জুন, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ