ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে ১ হাজার ৪শ’ কেজি চা পাতা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ১০, ২০১৯
হবিগঞ্জে ১ হাজার ৪শ’ কেজি চা পাতা জব্দ জব্দকৃত চা পাতা। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে ভারত থেকে অবৈধ পথে আমদানিকৃত ১ হাজার ৪শ’ ৭২ কেজি চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ জুন) বেলা ১২টায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. জাহিদুর রশিদ। সোমবার ভোরে উপজেলার সাতছড়ি ৫ নম্বর চা বাগান থেকে এগুলো জব্দ করা হয়।


 
এম. জাহিদুর রশিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে নায়েক সুবেদার মির্জা রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এই চা পাতা জব্দ করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। একইদিন ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।
 
অভিযানকালে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।