ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়াইলে হোমিওপ্যাথি কলেজের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ১০, ২০১৯
নড়াইলে হোমিওপ্যাথি কলেজের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

নড়াইল: নড়াইল শহরের মাছিমদিয়ায় তেল পাম্প এলাকা থেকে নড়াইল হোমিওপ্যাথি মেডিকেল কলেজের নৈশপ্রহরী মান্নান শেখের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ জুন) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নৈশপ্রহরীর কাজের পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেলও চালাতেন।

নিহত মান্নান শেখ পরিবারসহ হোমিওপ্যাথি কলেজের পাশেই ভাড়া বাসায় থাকতেন।
 
পারিবারিক সূত্রে জানা যায়, মান্নান শেখ রোববার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট থেকে দুইজন যাত্রী নিয়ে সদরের মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ১২টার দিকে নড়াইল শহরের মাছিমদিয়ায় তেল পাম্প এলাকায় এলে মান্নান ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন। স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মান্নানকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, মান্নানকে হত্যা করলেও তার ভাড়ায় চালিত মোটরসাইকেলটি পাশেই পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুন ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ