ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুন ১০, ২০১৯
নারায়ণগঞ্জে আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

ঢাকা: নারায়ণগঞ্জের পাগলায় আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। 

সোমবার (১০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের  বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন-আব্দুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩), জুথির ছোট বোন তানজিলা (৬)।  

পাশের ঘরে থাকা শিউলীর স্বামী জাকির হোসেন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লাগে।  

ঢমেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, শিউলীর ৫৮ ভাগ, আব্দুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং তানজিলার ২৪ ভাগ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর।  

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।