ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জোহরপুর সীমান্তে ৫৩ ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জুন ১০, ২০১৯
জোহরপুর সীমান্তে ৫৩ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সীমান্ত সংলগ্ন গ্রামের একটি বাড়ির পেছন থেকে ৫৩টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সন্ধ্যা ৭টার দিকে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জোহরপুর সীমান্তের ঝাউনিয়া গ্রামের জহিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় বিজিবির একটি দল। এসময় বাড়ির পেছন থেকে ৫৩টি ককটেল উদ্ধার করে। তবে অভিযানের সময় ওই বাড়িতে কেউ ছিলো না।

ককটেলগুলো কারা বা কি কারণে সেখানে রাখা হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad