ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামগঞ্জে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুন ৯, ২০১৯
রামগঞ্জে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত মেলায় ক্ষুদে বিজ্ঞানিরা তাদের উদ্ভাবনী বিষয় তুলে ধরছে। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে মুন্না-নাদিম স্মৃতি আন্তঃ বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জুন) দিনব্যাপী রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ আয়োজন করে।

এদিকে দুপুরে বিজ্ঞানমেলা পরিদর্শন করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল আহমেদ, প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল ইউসুফ বাদল প্রমুখ।

পরিদর্শনকালে অতিথিরা বলেন, মেলায় ক্ষুদে বিজ্ঞানিরা তাদের নতুন নতুন উদ্ভাবনী বিষয় তুলে ধরে। এটি ভবিষ্যতের জন্য একটি উন্নত দিক-নির্দেশনা বহন করে।  

বিজ্ঞানমেলায় ১৮টি গ্রুপে ক্ষুদে বিজ্ঞানীদের ৪০টি উদ্ভাবনী প্রদর্শন করা হয়। এছাড়া মেলা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ