ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছেলের বৌয়ের সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিলেন শ্বশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ৯, ২০১৯
ছেলের বৌয়ের সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিলেন শ্বশুর

মানিকগঞ্জ: ছেলের বৌয়ের সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়েছেন শ্বশুর। এ ঘটনার পর থেকে ওই বৃদ্ধ (৭০) নিখোঁজ রয়েছেন।

রোববার (০৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় শাহ মখদুম ফেরি থেকে ওই বৃদ্ধ নদীতে ঝাঁপ দেন। তবে ওই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ঈদের ছুটি শেষে ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ঢাকায় ফিরছিলেন ওই বৃদ্ধ। শাহ মখদুম ফেরিতে ওঠার পর ছেলের বৌয়ের সঙ্গে ওই বৃদ্ধের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই বৃদ্ধ মাঝ পদ্মায় ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাঠানো হয়েছে। ওই বৃদ্ধাকে উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।