ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চালকের দক্ষতায় রক্ষা ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুন ৮, ২০১৯
চালকের দক্ষতায় রক্ষা ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রীদের

ময়মনসিংহ: চালকের দক্ষতায় রক্ষা পেয়েছেন আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। তবে যাত্রীদের রক্ষায় চালকের হাতের বিভিন্ন স্থান ছিলে গেছে। 

শনিবার (৮ জুন) গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে টঙ্গী থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ঢাকার উদ্দেশে কয়েক ঘণ্টা দেরিতে ছেড়ে যায় ট্রেনটি।

তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি না হলেও বিকেলের দিকে বিষয়টি জানাজানি হয়।  

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন সকাল ১০টার দিকে গফরগাঁও স্টেশনে পৌঁছে। মূলত এর আগেই ইঞ্জিনের রিজার্ভের প্রেসারের হাওয়া বের হয়ে যায়। এতে ইঞ্জিন একেবারেই অচল হয়ে যায়।  

ট্রেনটির লোকোমোটিভ মাস্টার (চালক) এনায়েত হোসেন বাংলানিউজকে বলেন, মূলত ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছেড়ে আসার পর ফাতেমা নগর এলাকায় আসতেই সমস্যার মুখে পড়ে। অনেক কষ্টে জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনটি গফরগাঁও স্টেশনে নিয়ে যেতে সক্ষম হই।  

তিনি বলেন, এ সময় ইঞ্জিনের রিজার্ভের হাওয়া বের হয়ে গিয়েছিল। এতে কয়েক শ’ যাত্রী চরম দুর্ভোগের মুখে পড়েন। পরবর্তীতে টঙ্গী থেকে বিকল্প ইঞ্জিন আসার পর গফরগাঁও থেকে দুপুর সোয়া ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।  

এনায়েত হোসেন বলেন, ট্রেনটি যদি গফরগাঁও স্টেশনের আগেই মাঝপথে অচল হয়ে থাকতো তবে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতো। দুর্ভোগের কথা আঁচ করতে পেরেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনটি গফরগাঁও স্টেশন পর্যন্ত নিয়ে গেছি। তবে প্রাথমিক ত্রুটি সারাতে গিয়ে আমার হাতের বিভিন্ন স্থানে গরমে ছিলে গেছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।