ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুগন্ধা পয়েন্টে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ৮, ২০১৯
সুগন্ধা পয়েন্টে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয় জেলা প্রশাসন। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি দখল করে নির্মাণাধীন অবৈধ দোকানপাট অবশেষে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

শনিবার (০৮ জুন) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ উচ্ছেদ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় বাংলানিউজকে বলেন, প্রশাসনের অগোচরে কিছু ব্যক্তি বালিয়াড়ি (বালির ঢিবিময় বিস্তৃত সমুদ্র বা তীর) দখল করে অবৈধভাবে দোকানপাট তৈরি করার চেষ্টা করেছিল। বিষয়টি অবগত হওয়ার পরই এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ক্ষমতাসী দলের নামে কিছু দখলবাজ প্রকৃতির লোক সপ্তাহখানেক ধরে সৈকতের বালিয়াড়িতে মার্কেট নির্মাণ করে আসছিল। চক্রটি দোকান ঘর ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
এসবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।