ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অগ্নিকাণ্ডের শোকে দোকান কর্মচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, জুন ৮, ২০১৯
অগ্নিকাণ্ডের শোকে দোকান কর্মচারীর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর স্টেশন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারানোর শোকে আবদুল বাতেন (৫০) নামে এক দোকান কর্মচারী হৃদক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) মারা গেছেন।

শুক্রবার (৭ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত বাতেনের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বিপুলাশহর এলাকায়।

তিনি স্টেশন রোড এলাকার মেলা ক্রোকারিজ নামক দোকানের কর্মচারী ছিলেন।

মেলা ক্রোকারিজের মালিক ছুট্টু মিয়া বাংলানিউজকে বলেন, শুক্রবার সকালে আগুন লাগার পর বাতেনসহ আমরা সবাই দোকানের মালামাল সরাতে ব্যস্ত হয়ে পড়ি। এসময় বাতেনকে খুবই মর্মাহত দেখা যায়। একপর্যায়ে বাতেন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান। আমরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের ধারণা অতিরিক্ত শোকাহত হয়ে দোকান কর্মচারী বাতেন স্ট্রোক করে মারা যান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলমন মোল্লা বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের পর বাতেন নামে এক দোকান কর্মচারী অচেতন হয়ে পড়ে মারা গেছেন বলে শুনেছি। নিহতের গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার চৌমুহনীর স্টেশন রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মেলা ক্রোকারিজসহ অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে যায়। এতে প্রায় ৫০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad