ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি  আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ৭, ২০১৯
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি  আটক 

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠাংঝাড়া সীমান্ত থেকে আতাবুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

শুক্রবার (০৭ জুন) সকালে উপজেলার  ঠাংঝাড়া সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।  

আটক আতাবুল ইসলাম উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর গফুর বাংলানিউজকে জানান, আতাবুলসহ কয়েকজন রাখাল উপজেলার ঠাংঝাড়া সীমান্ত দিয়ে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সকালে গরু নিয়ে ফেরার পথে ১৪৩ নম্বর পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় সবাই পালিয়ে আসলেও আতাবুলকে আটক করে বিএসএফ।  

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে বলেও বিজিবি'র বরাত দিয়ে বাংলানিউজকে নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘন্টা, জুন ০৭ ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।