ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে পার্বত্য অধিকার ফোরামের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ৭, ২০১৯
খাগড়াছড়িতে পার্বত্য অধিকার ফোরামের বিক্ষোভ পার্বত্য অধিকার ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তি চাকমাকে পাহাড় ত্যাগের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
 

শুক্রবার (৭ জুন) দুপুর ১২টার দিকে পার্বত্য অধিকার ফোরামের উদ্যোগে চেঙ্গী স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহাজনপাড়া এলাকায় গিয়ে সড়কের ওপর অবস্থান নেয়।

এ সময় বক্তব্য রাখেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, বৃহত্তর পার্বত্য ছাত্র পরিষদের ঢাকা মহানগরের সভাপতি রেদোয়ান হোসেন, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাসন্তি চাকমা সংসদে দাঁড়িয়ে সংবিধান পরিপন্থি বক্তব্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে উস্কানি দিচ্ছেন। অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল ও পার্বত্য চট্টগ্রাম ত্যাগের দাবি জানাই। অন্যথায়, কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
এডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।