ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চৌমুহনীতে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ৭, ২০১৯
চৌমুহনীতে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে আগুন লেগে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (০৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বাজারের রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে স্টেশন এলাকার একটি ক্রোকারিজ দোকান থেকে প্রথমে একটু ধোঁয়া বের হয়।

কোনো কিছু বুঝে ওঠার আগেই দোকানে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।  

খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী ফায়ার স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের অর্ধশতাধিকের বেশি দোকান পুড়ে যায়।
 
মাইজদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ন কবির বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad